Top Ad unit 728 × 90

image

আপনি কীসে 'ভীত', জন্ম তারিখ ই বলে দিবে।

তা বাঘ-সিংহ দেখলে সকলেই ভয় পান। সে ভয়ের কথা হচ্ছে না। এ ছাড়াও এমন অনেক ভীতি আছে, যা প্রতিটি মানুষের চলার পথের সঙ্গী। কেউ সামান্য উচ্চতাতেও ভয়ে কাবু। কেউ ভয় পান অপমানের। কারও ভয় প্রত্যাখ্যানের। সবাই যে সবসময় তাঁর ভীতি বা দুর্বলতার জায়গা প্রকাশ করেন, তা-ও না। কিন্তু, আপনি চাপা দেওয়ার চেষ্টা করলে, সেটা শাক দিয়ে মাছ চাপা দেওয়ার মতো ব্যর্থ প্রচেষ্টা। আপনার রাশিই ফাঁস করে দেবে, আপনার ভীতির ক্ষেত্র। 




মেষ (মার্চ ২১-এপ্রিল ১৯): অশান্তিতে নেই, অ্যাডভেঞ্চারে আছেন। বোরিং লাইফ না-পসন্দ। কিন্তু, হলে কী হবে, একটা জায়গায় আপনার জারিজুরি শেষ। 'ফবু' মানে, ফিয়ার অফ ব্রেকিং-আপ আপনাকে তাড়িয়ে বেড়ায়। ভয় যে মিছে, তা-ও নয়। আপনার কোনও সম্পর্কই বেশি দিন টেকে না। রিলেশন আপনার কাছে কাচের মতোই ঠুনকো। তাই, 'ফবু' ক্যারাপোকার মতো মাথায় কিলবিল করে। সম্পর্কের পরেও সেজন্য নিজেকে গুটিয়ে রাখেন। 


বৃষ ( এপ্রিল ২০-মে ২০): পরিকল্পনা করে, পা ফেলেন। কী ভাবে চলবেন, কী করবেন, আপনার নিজের মতো করে সাজিয়ে নেন। পরিকল্পনার বাইরে বেরোতে চান না। অনেকটাই আত্মকেন্দ্রিক। মুশকিল হল, অচেনা পরিবেশ। এটাইআপনার ভয়ের কারণ। স্বাচ্ছন্দ্য নন, এমন জায়গায় আপনাকে ফেলে দিলে, ব্যস! ধেড়িয়ে দেবেন। কিছু লোক মাকড়সা দেখলে যেমন আঁতকে ওঠেন, অসঙ্গতি দেখলে আপনার তাই হয়। চেনা পরিবেশের বাইরে আপনি খরগোসের মতো গুটিয়ে থাকেন।
মিথুন (মে ২১-জুন ২০): বন্ধু-বান্ধব নিয়ে পার্টি করতে ভালোবাসেন। সৃজনশীল মানুষ। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই পারেন। আপনাকে কিছুতেই দমিয়ে রাখা যায় না। কিন্তু, সর্বঘটের কাঁঠালি কলা হলে যা হয়। সবতেই যে পারঙ্গম হবেন, তা তো নয়। আপনার দুর্বলতা বা খামতি যদি প্রকাশ হয়ে পড়ে, এটাই আপনার কাছে ভয়ের জায়গা। 

কর্কট (জুন ২১-জুলাই ২২): আর পাঁচ জন সংবেদনশীল মনের মানুষ যেমনটা হয়, আপনিও তেমনই, অন্যের প্রতি সহানুভূতিশীল। অপরের দুঃখ আপনাকেও ব্যথিত করে। আপনার এই সংবেদনশীলতা, আপনার আবেগ, এসবের কারণেই আপনি প্রত্যাখ্যান মেনে নিতে পারেন না। যদি প্রস্তাব নাকচ হয়ে যায়, সেই ভীতি থেকে কাউকে প্রেম নিবেদন করার আগে বারবার ভাবেন। কারণ, প্রত্যাখ্যান আপনার কাছে অসম্মানের। 

সিংহ (জুলাই ২৩-অগস্ট২২): প্রচণ্ড রকম আত্মবিশ্বাসী। কঠিন মনের মানুষ। কিন্তু, আপনাকে দমিয়ে দেওয়াও খুব সহজ। কেউ তুচ্ছ জ্ঞান করলে, বা পাত্তা না দিলে, বা আপনার গুণের তারিফ না করলে, আপনি ক্ষুব্ধ হন। মেনে নিতে পারেন না। ফলে, আপনাকে উস্কে দেওয়া সহজ কাজ। সেটা আপনি নিজেও জানেন। এটাই আপনাকে ঘায়েল করার দুর্বল জায়গা। 

কন্যা (অগস্ট ২৩-সেপ্টেম্বর ২২): যে কোনও পরিস্থিতিতে মানিয়ে নিতে পারেন। শুধু নিজে মানানো নয়, যে কোনও অবস্থা যে দক্ষতায় সামাল দেন, তা তারিফযোগ্য। আপনার ভীতির জায়গাও এটা। কেউ যদি কথা না শোনে, আপনার বক্তব্যকে নস্যাত্‍‌ করে দেন, এটাই আপনাকে দুশ্চিন্তায় রাখে। ভাবেন, নিজের সুনামে কালি পড়বে। 

তুলা ( সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২): যে কোনও মূল্যে শান্তি চান। অনাত্মীয়কেও ভালোবেসে কাছে টেনে নিতে পারেন। অন্যের মন পড়তে পারেন। কোনও বিষয়েই দ্বন্দ্ব বা বিতর্ক চান না। লোকজনকে খুশি করতে পারলেই আপনি নিজে খুশি হন। আপনি কখনোই চান না আপনার কাজে বা ব্যবহারে কেউ মনক্ষুণ্ণ হোক বা কষ্ট পাক। এই ভাবনাই আপনাকে মাঝমধ্যে সংকুচিত করে রাখে। 
বৃশ্চিক (অক্টোবর ২৩-নভেম্বর ২১): যে কানও চ্যালেঞ্জ নিতে পিছপা নন। সেই ক্ষমতাও আপনার মধ্যে আছে। একই সঙ্গে আপনার ভীতির জায়গা হল ব্যর্থতা। ব্যর্থতাকে কোনও ভাবেই মেনে নিতে পারেন না। নিজেকে সবসময় চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চান। নিজেকে নিয়ে অনিশ্চয়তাতেও ভোগেন। এটাও আপনাকে আড়ষ্ঠ করে রাখে। 

ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১): মুক্ত বিহঙ্গের মতো আপনি। প্রাণপ্রাচুর্যে ভরপুর। ধরাবাঁধা গণ্ডির মধ্যে থাকতে পছন্দ নয়। আপনার ভয়, যদি সত্যি একদিন পায়ে বেড়ি পরে? মানে, এমন জীবন, যেখানে নিজের স্বাধীনতা নেই, অন্যের ইচ্ছেতে চালিত হতে হয়, পদে পদে হস্তক্ষেপ, এসবই আপনাকে বিচলিত করে। 

মকর (ডিসেম্বর ২২-জানুয়ারি ১৯): মকররাশির লোকজন যে ভাবে নিজের স্বপ্নকে রূপায়িত করতে পারেন, আর কেউ পারেন না। এঁদের উচ্চাকাঙ্ক্ষা থাকে, প্রেরণা থাকে, যার জন্য নির্দিষ্ট লক্ষ্য ছুঁতে সমস্যা হয় না। তা-ও পুরোপুরি যেন নিজের ওপর আস্থা রাখতে পারেন না। কখনও কখনও নিজেকে যোগ্য বলে মনে করেন না। আত্মবিশ্বাসের এই চোরা ঘাটতি সাফল্যের পথে বেগ দেবে। 

কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮): মানিয়ে গুছিয়ে চলতে পারেন। কী ভাবে, উত্তেজনা প্রশমন করতে হয়, তা জানেন। পরোপকারী। অন্যের বিপদে সাতপাঁচ না ভেবে ঝাঁপিয়ে পড়েন। যদি, প্রিয়জনের প্রয়োজনের মুহূর্তে না পাশে থাকতে পারি, এটাই ভাবিয়ে তোলে কুম্ভরাশির জাতককে। 

মীন (ফেব্রুয়ারি ১৯-মার্চ ২০): খুবই সৃজনশীল। মনের দিক থেকেও সংবেদনশীল। নিজের সমালোচনা সহ্য করতে পারেন না। কোনও কিছুর মুখিমুখি হতে অযথা ভয় পান। কিছু কারণে তাঁদের ডাক পড়লে, নার্ভাস হয়ে পড়েন। 


চলার পথে অনেক কিছুরই মুখিমুখি হতে হবে। কেউ ব্যর্থতার ভয়ে, সেই কাজটা এড়িয়ে যেতে চাইলে, তাতে ব্যর্থতার হার বাড়বে বই কমবে না। অতএব, এগিয়ে যান কোনও কিছুর তোয়াক্কা না-করে। নিজেকে ভরসা দিন এই বলে, যা হবে, দেখা যাবে। ভয়ে সংকুচিত হয়ে থাকবেন না।
আপনি কীসে 'ভীত', জন্ম তারিখ ই বলে দিবে। Reviewed by PIAS DEY on June 14, 2019 Rating: 5

No comments:

All Rights Reserved by আমার ভাগ্য © 2017 - 2023
Powered By Pias Dey, Designed by Pias Dey

আমার সাথে সরাসরি যোগাযোগ

Name

Email *

Message *

Powered by Blogger.