Top Ad unit 728 × 90

image

জ্যোতিষ টোটকা


কর্ম জীবনে শান্তিলাভ করতে মেনে চলুন এই জ্যোতিষ টোটকা

মানুষ বিভিন্ন উপায়ে উপার্জন দ্বারা নিজের বা পরিবারের জীবন ধারন করে। কিন্তু প্রতিটি ক্ষেত্রেই মানুষকে প্রতিযোগিতার সন্মূখীন হতে হয়। এই প্রতিযোগিতায় জিততে হলে ভালো একজন গুরু বা জ্যোতিষ পরামর্শ বিষেশ আবশ্যক হয়। ভালো জ্যোতিষ মানুষের সময়ের পরিস্থিতি বিচারকরে সৎ পরামর্শ দিয়ে মানুষকে সাংসারিক অনাটন বা বিপদগ্রস্থ হইতে শান্তির আলো দেখাতে পারে। কিন্তু অনেকে আছেন যারা নিজের জন্ম তারিখ ও সময় জানেন না। এর জন্য আমরা উক্ত ব্যাক্তিদের পেশা বা ব্যাবসায়ায় মাধ্যমে কিছুটা উন্নতি সাধনের পরামর্শ উল্লেখ করলাম। আশা করি এইসব টোটকা বিচারে নিশ্চই অনেকটা লাভবান হবেন।


এই ১৫ বাস্তু টোটকা বদলে দেবে আপনার জীবন!

মাত্র কয়েকটি বাস্তু টিপসে বদলে যেতে পারে জীবন। অনেকেই প্রশ্ন করেন, বাস্তুমতে ভাগ্য পরিবর্তন সম্ভব? এর উত্তর অবশ্যই সম্ভব। তবে তার জন্য মানতে হবে কিছু নিয়ম। 



দামি রত্ন নয়, গ্রহদোষ কাটান নিখরচায় টোটকা

জ্যোতিষ শাস্ত্রে গ্রহ প্রতিকারের জন্য সর্বদা রত্নধারণের কথা বলা হয়নি। বরং বেশ কিছু উপায় বিভিন্ন শাস্ত্র জানায়, যার উপকরণগুলি একান্তভাবেই ঘরোয়া।
 


খারাপ সময় কাটাতে দান করুন এই জিনিসগুলি, জানাচ্ছে জ্যোতিষ

মানুষের মন কী চাইছে, তা অনেকটাই নির্ভর করে চন্দ্রের অবস্থানের উপরে। চন্দ্রের নেতিবাচক প্রভাবে কোনও কাজে মন বসে না। 



এই টোটঘুমের মধ্যেই আপনার ভাগ্য ফিরবেকা মেনে চললে 




সারাদিনের ব্যস্ত রুটিনের শেষে বিশ্রাম যে শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, তা আমরা সকলেই জানি। আর বিশ্রামের শ্রেষ্ঠ উপায় ঘুম।

                                                                 আরো পড়ুন..

জ্যোতিষ টোটকা Reviewed by PIAS DEY on June 14, 2019 Rating: 5

No comments:

All Rights Reserved by আমার ভাগ্য © 2017 - 2023
Powered By Pias Dey, Designed by Pias Dey

আমার সাথে সরাসরি যোগাযোগ

Name

Email *

Message *

Powered by Blogger.