Top Ad unit 728 × 90

image

চাকরি খোয়ানোর টেনশন! এই কয়েকটি সহজ টিপস বদলে দিতে পারে আপনার জীবন

চাকরিতে অস্থিরতা নিয়ে অনেকেই দুশ্চিন্তায় পড়ে যান। চাকরি নিয়ে প্রবল চিন্তা অনেককেই অবসাদের দিকে ঠেলে দেয়। যে জীবনে সুখের জন্য, প্রতিষ্ঠা পাওয়ার জন্য চাকরির দিকে মানুষ এগোয় , সেই চাকরিই যখন জীবনে বেঁচে থাকার জন্য সমস্যার হয়ে দাঁড়ায়, তখন সেই চাকরি টিকিয়ে রাখতে একাধিক পন্থার হাত ধরেন অনেকেই। একনজরে দেখে নেওয়া যাক চাকরি টিকিয়ে রাখতে কোন কোন বাস্তু টিপস সাহায্য করতে পারে।


চাকরি খোয়ানোর টেনশন! এই কয়েকটি সহজ টিপস বদলে দিতে পারে আপনার জীবন



উত্তর দিকে জলের অবস্থান 

অফিসে যেখানে আপনি বসেন, তার উত্তর দিকে কোনও পাত্রে জল রাখার ব্যবস্থা করলে , তা অত্যন্ত স্বস্তি দেয়। এতে চাকরির স্থানে মানসিক সমস্যা কম হয়। পাশাপাশি হয়রানিও কম হয়।

চাকরি খোয়ানোর টেনশন! এই কয়েকটি সহজ টিপস বদলে দিতে পারে আপনার জীবন



কীভাবে বসবেন? 

কাজের জায়গায় কোনও মতেই পা 'ক্রস' করে বসবেন না। এতে বিভিন্ন সময় চাকরির ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। যে গেট দিয়ে অফিসে আপনি প্রবেশ করে, সেদিকে মুখ করে বসলেও সমস্য়া বাড়তে পারে চাকরি ক্ষেত্রে।

চাকরি খোয়ানোর টেনশন! এই কয়েকটি সহজ টিপস বদলে দিতে পারে আপনার জীবন

কোনদিকে রাখবেন ইলেকট্রনিক জিনিস?

 ইলেকট্রনিক জিনিসপত্র রাখুন দক্ষিণ পূর্ব দিকে। কোনও মতেই যেন ল্যাপটপ বা কম্পিউটারের তার প্রকটভাবে দেখা না যায় টেবিলে। তাতে সমস্যা বাড়তে পারে বলে মনে হয়। যেখানে কাজ করছেন, জায়গাটি পরিষ্কার রাখুন।





চাকরি খোয়ানোর টেনশন! এই কয়েকটি সহজ টিপস বদলে দিতে পারে আপনার জীবন Reviewed by PIAS DEY on May 29, 2020 Rating: 5

No comments:

All Rights Reserved by আমার ভাগ্য © 2017 - 2023
Powered By Pias Dey, Designed by Pias Dey

আমার সাথে সরাসরি যোগাযোগ

Name

Email *

Message *

Powered by Blogger.