Top Ad unit 728 × 90

image

আসছে সূর্য গ্রহণ, ভুলেও যে কাজ করবেন না!

প্রচলিত বিশ্বাস অনুযায়ী, গ্রহণের সময় কয়েকটি নির্দেশিকা মেনে চলাই ভালো। বিশেষ করে গর্ভবতী মহিলাদের গ্রহণের বিশেষ সাবধানতা নেওয়া উচিত। গ্রহণের প্রভাবে গর্ভস্থ শিশুর ক্ষতি হতে পারে বলে অনেকে মনে করেন।


Amar vagya

এমনিতেই খুব একটা ভালো যাচ্ছে না, তার মধ্যে আবার ২১ জুন নেমে আসতে চলেছে অন্ধকার। ওই দিন বছরের প্রথম সূর্যগ্রহণের (Solar Eclipse) সাক্ষী থাকবে দেশ। এই সূর্যগ্রহণকে বলয়গ্রাস গ্রহণ বলছেন বিশেষজ্ঞরা। আগামী রবিবার সূর্যকে ঢেকে দেবে চাঁদ। আর চাঁদের আড়াল থেকে সূর্যের যে অংশটি দেখা যাবে তাকে অনেকটা আগুনের আংটির মতো দেখতে লাগবে।
প্রচলিত বিশ্বাস অনুযায়ী, গ্রহণের সময় কয়েকটি নির্দেশিকা মেনে চলাই ভালো। বিশেষ করে গর্ভবতী মহিলাদের গ্রহণের বিশেষ সাবধানতা নেওয়া উচিত। গ্রহণের প্রভাবে গর্ভস্থ শিশুর ক্ষতি হতে পারে বলে অনেকে মনে করেন। এই প্রভাব এড়াতে কয়েকটি বিশেষ নির্দেশিকা মেনে চলার উপদেশ দেওয়া হয়।

গ্রহণ চলাকালীন খাওয়া-দাওয়া করা, রান্না করা, ঘুমনো এবং সাজগোজ করা ঠিক নয়। এই সময় গর্ভবতী মহিলারা সবজি কাটবেন না। এতে গর্ভস্থ শিশু কোনও খুঁত নিয়ে জন্মাতে পারে। এই সময় বাড়ি থেকে বেরতেও বারণ করেন প্রবীণরা।

গ্রহণ শেষ হয়ে গেলে গর্ভবতী মহিলাদের অবশ্যই স্নান করে নেওয়া উচিত। না হলে গর্ভস্থ শিশুর ত্বকে সংক্রমণ দেখা দিতে পারে। এছাডা় গ্রহণের ক্ষতিকর প্রভাব এড়াতে এই সময় হনুমান চলিশা ও দুর্গা মন্ত্র জপ করা উচিত।

আসছে সূর্য গ্রহণ, ভুলেও যে কাজ করবেন না! Reviewed by Pias Dey on June 20, 2020 Rating: 5

No comments:

All Rights Reserved by আমার ভাগ্য © 2017 - 2023
Powered By Pias Dey, Designed by Pias Dey

আমার সাথে সরাসরি যোগাযোগ

Name

Email *

Message *

Powered by Blogger.