Top Ad unit 728 × 90

image

কোন রঙে আপনার সৌভাগ্য ফিরবে জানুন ।

ফাগুনের শেষ বেলায় ফাগের রঙ গায়ে মেখে বসন্তকে উদযাপনের আরও এক নাম দোল। মনের কালোকে ঝেড়ে ফেলে রঙের নেশায় মেতে ওঠার এই খেলা দেশের বিভিন্ন অংশে হোলি হিসাবে পালিত হয়। আর এমন উৎসব ভাগ্যেও উন্নতি নিয়ে আসতে পারে। বলছেন, দেশের তাবড় জ্যোতিষীরা। দেখে নেওয়া যাক, কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলতে কোন রঙ প্রয়োজন। 




মেষ ও বৃষ :মেষ রাশির জাতকদের জন্য লাল রঙ আর হলুদ রঙ ভাগ্য খোলবার জন্য প্রয়োজনীয়। এমন রঙ জীবনে প্রেম এনে দিতে পারে বলে মন জ্যোতিষীদের। বৃষ রাশির জাতক জাতিকারা সাদা জামা পড়ে বেগুনি রঙে হোলি খেলার পরামর্শ দিচ্ছেন শাস্ত্রজ্ঞরা। 




মিথুন ও কর্কট: কর্কট রাশির জাতক জাতিকারা হলুদ বা সবুজ রঙ নিয়ে এই বারের হোলিতে আনন্দে মাততে পারেন। এতে আপনাদের সৌভাগ্যের রঙ আরও বাড়তে পারে। এদিকে, হলুদ রঙ নিয়ে মিথুন রাশির জাতক জাতিকারা এগিয়ে যেতে পারেন। এছাড়াও পার্পেলও আপনাদের জন্য শুভ রঙ। 



সিংহ ও কন্যা: কন্যা রাশির জাতক জাতিকারা হলুদ , লাল রঙে নিজেকে রাঙিয়ে নিতে পারেন। এতে সেই ব্যক্তির জীবনে উৎসাহ উদ্দীপনা বাড়তে পারে। সিংহ রাশির জাতক জাতিকারা সোনালি ও পলাশ রঙে নিজেকে রাঙিয়ে নিতে পারেন। এতে তাঁদের সুখ সমৃদ্ধি আরও বৃদ্ধি পাবে। 

তুলা ও বৃশ্চিক: কমলা কিংবা নীল রঙে নিজেকে সাজিয়ে তুলুন। এই হোলিতে এই দুটি রঙে দো খেললে আপনার সৌভাগ্য বৃদ্ধি কেউ রুখতে পারবেনা বলে দাবি জ্যোতিষবিদদের।বৃশ্চিক রাশির জাতক জাতিকারা লাল, কমলা, হলুদ রঙের আবিরে এই বছরের হোলি খেলুন। এই রঙে হোলি খেললে তাতে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। 

ধনু ও মকর :কালচে ধরনের বা সিঁদুর রাঙা রঙে হোলিতে নিজেকে রাঙিয়ে নিন। তাতে সৌভাগ্য বাড়বে বলে দাবি জ্যোতিষবিদদের। অন্যদিকে ,ধনু রাশির পক্ষে শুভ রঙ নীল, কিংহবা গাঢ় লাল। এই রঙে হোলি খেললে তা জাতক জাতিকাদের সুসময় নিয়ে আসে।  


কুম্ভ ও মীন: মীন রাশির জাতক জাতিকারা নীল , গাঢ় সবুজ রঙের আবিরে নিজেকে রাঙিয়ে নিজেকে পছন্দ করেন। আর সেজন্যই এই রঙ তাঁদের পক্ষে শুভ বলে দাবি অনেকের।কুম্ভ রাশির জন্য নীল রঙ অত্যন্ত শুভ। হোলির দিন নিজেকে এই রঙে রাঙিয়ে নিলে তা সৌভাগ্য বাড়াবে।

কোন রঙে আপনার সৌভাগ্য ফিরবে জানুন । Reviewed by PIAS DEY on March 05, 2020 Rating: 5

No comments:

All Rights Reserved by আমার ভাগ্য © 2017 - 2023
Powered By Pias Dey, Designed by Pias Dey

আমার সাথে সরাসরি যোগাযোগ

Name

Email *

Message *

Powered by Blogger.