Top Ad unit 728 × 90

image

বিয়ে করছেন খুব শিগগিরিই! এই কয়েকটি বাস্তু টিপস পালন করছেন তো

সামনেই বিয়ের মরশুম।করোনা পরিস্তিতি একটু স্বাভাবিক হলে শুরু হবে বিয়ের ধুম। অনেকের বিয়ে হয়তো আটকে আছে। আর বিয়ে কখনওই এক কথার কাজ নয়! বহুদিন ধরে একটু একটু করে প্রস্তুতি নিয়ে তবে সম্পন্ন হয় একটি সুষ্ঠু বিয়ের অনুষ্ঠান। বাস্তুশাস্ত্র অনুযায়ী , বিয়ের কার্ড ঘিরে রয়েছে বেশ কয়েকটি রীতি নীতি, সেগুলি পালন করলে বিয়ে ও দাম্পত্য জীবনে আসে সুখ সমৃদ্ধি।


বিয়ে করছেন খুব শিগগিরিই! এই কয়েকটি বাস্তু টিপস পালন করছেন তো
চলবে না ত্রিকোণ কার্ড! 

বাস্তুশাস্ত্র বলছে, বিয়ের কার্ড যেন ত্রিকোণ আকার না হয়। অনেকেই ডিজাইনার কার্ডের জন্য় ত্রিকোণাকার কার্ড পছন্দ করেন, তবে তা বিয়ে ও দাম্পত্য জীবনের জন্য বেশ সুখকর নয়।


বিয়ে করছেন খুব শিগগিরিই! এই কয়েকটি বাস্তু টিপস পালন করছেন তো
পাত্র পাত্রীর ছবি দেওয়া কার্ড 


বিয়ের কার্ডে আজকাল প্রায়ই দেখা যায় পাত্র ও পাত্রীর ছবি। অনেক বাস্তুশাস্ত্রবিদ বলছেন, এই ধরনের কার্ড বিয়ের জন্য বেছে না নেওয়াই ভালো। এই কার্ড অসাধু উদ্দেশে ব্যবহার করা হয় বলে দাবি তাঁদের।




বিয়ে করছেন খুব শিগগিরিই! এই কয়েকটি বাস্তু টিপস পালন করছেন তো


কার্ডে কালো রঙ 

বিয়ের কার্ডে কালো রঙ যেন না থাকে, সেদিকে নজর দেওয়ার জন্য অনেকেই পরামর্শ দেন। বাস্তুশাস্ত্রবিদরা বলছেন, বিয়ের কার্ডে কোনও মতেই যেন কালো রঙ না থাকে।



বিয়ে করছেন খুব শিগগিরিই! এই কয়েকটি বাস্তু টিপস পালন করছেন তো
সুগন্ধী কার্ড 

আজকাল ট্রেন্ডে দেখা যাচ্ছে, সুগন্ধী বিয়ের কার্ড বাজার মাতাচ্ছে। তবে ,এই ধরনের কার্ড একদমই শুভ নয়। এমনই দাবি বাস্তুশাস্ত্রবিদদের।

কোন রঙ ব্যবহার করবেন? 

বিয়ের কার্ডে লাল বা মেরুন আর নীল রঙ ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন বাস্তুশাস্ত্র।  বিয়েতে এই রঙ অত্যন্ত শুভ।

 
বিয়ে করছেন খুব শিগগিরিই! এই কয়েকটি বাস্তু টিপস পালন করছেন তো

বিয়ের কার্ডে রাখুন স্বস্তিকা চিহ্ন

বিয়ের কার্ডে রাখুন স্বস্তিকা চিহ্ন। এমনই বলছেন বাস্তশাস্ত্রবিদরা। এই চিহ্ন শুভ সময়ের প্রতীক বলে মনে করা হয়।


বিয়ে করছেন খুব শিগগিরিই! এই কয়েকটি বাস্তু টিপস পালন করছেন তো
বিয়ে করছেন খুব শিগগিরিই! এই কয়েকটি বাস্তু টিপস পালন করছেন তো Reviewed by PIAS DEY on June 26, 2020 Rating: 5

No comments:

All Rights Reserved by আমার ভাগ্য © 2017 - 2023
Powered By Pias Dey, Designed by Pias Dey

আমার সাথে সরাসরি যোগাযোগ

Name

Email *

Message *

Powered by Blogger.