Top Ad unit 728 × 90

image

বাড়ি তৈরির জন্য জমি কিনবেন ভাবছেন! বাস্তু মতে জেনে নিন কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়

অনেকেরই স্বপ্ন থাকে, নিজের বাড়ি নিয়ে। বহুদিনের পরিশ্রমের টাকা জমিয়ে একটি বাড়ি তৈরি করতে পারা অনেকের কাছেই স্বপ্ন পূরণের সামিল। অনেকেই মনে করেন, শহর বা শহরতলিতে একটা ছোট্ট ফ্ল্যাট থাকলে মন্দ হয়না! আবার অনেকের ইচ্ছে থাকে বাগান ঘেরা ছোট্ট একবা বাড়ি। যে বাড়ির জন্য জমি কেনার দিকে ঝোঁকেন অনেকেই! দেখে নেওয়া যাক কোন জমি বাস্তুশাস্ত্রের বিচারে সেরা ।

বাড়ি তৈরির জন্য জমি কিনবেন ভাবছেন! বাস্তু মতে জেনে নিন কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়
বাস্তুটিপস অনুযায়ী সেরা জমি বাস্তুশাস্ত্র বলছে, 

সেরা বাড়ির জন্য আ.তাকার জমিই শ্রেষ্ঠ। তবে আয়তাকার জমিতে চড়াওয়া লম্বা দিকের অনুপাত ১:২ হওয়া প্রয়োজন বলে দাবি বহু শাস্ত্রজ্ঞর। জমিতে উত্তর ও দক্ষিণ দিকের পরিমাণ পূর্ব ও পশ্চিমের থেকে বেশি হতে হবে।


বর্গাকার জমি


বর্গাকার জমি 

৯০ ডিগ্রি কোণ করে যে জমি থাকে, সেই জমি বসবাসের পক্ষে অত্যন্ত শুভ। এই জমিতে গৃহকর্তা সুখে বসবাস করেন বলে দাবি বাস্তুশাস্ত্রবিদদের। এরকম জমিতে বাড়ি হলে তা শান্তি রাখে গৃহস্থে।


বাড়ি তৈরির জন্য জমি কিনবেন ভাবছেন! বাস্তু মতে জেনে নিন কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়

বহু কোণের জমি 

ছয়টি কোও বা আটটি কোণ রয়েছে এমন জমিও বাড়ি তৈরির জন্য সেরা । ছয়টি কোণের জমিতে বাড়ি করলে গৃহকর্তার ধনসম্পত্তি উত্তোরোত্তর বাড়ে বলে দাবি বাস্তুশাস্ত্রবিদদের।


বাড়ি তৈরির জন্য জমি কিনবেন ভাবছেন! বাস্তু মতে জেনে নিন কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়
কোন ধরনের জমি অশুভ? 

পঞ্চাকার জমি অত্যন্ত অশুভ। এমন জমিতে বসবাস, বা বাড়ি করা অত্যন্ত হানিকারক। এতে স্বাস্থ্যহানি ঘটে থাকে বলে দাবি করছেন বাস্তুশাস্ত্রবিদরা। এছা়ডাও ডিম্বাকৃতি জমি বসবাসের পক্ষে ভালো নয়। এত দুঃখ, বেদনা লেগেই থাকে সংসারে।


বাড়ি তৈরির জন্য জমি কিনবেন ভাবছেন! বাস্তু মতে জেনে নিন কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় Reviewed by PIAS DEY on July 07, 2020 Rating: 5

No comments:

All Rights Reserved by আমার ভাগ্য © 2017 - 2023
Powered By Pias Dey, Designed by Pias Dey

আমার সাথে সরাসরি যোগাযোগ

Name

Email *

Message *

Powered by Blogger.